সামাজিক মাধ্যম টুইটারের বেশ সরব ব্যবহারকারী ইলন মাস্ক। নিজের ব্যবসায়িক সফলতার প্রয়োজনে তিনি বেশ ফলপ্রসূ ব্যবহার করেন এই মাধ্যমটির। গত এপ্রিল মাসে টুইটার কিনে ফেলার ঘোষণা দেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি।
অবশেষে মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার’ কেনার চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার মালিক ইলন মাস্ক। প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারেই বৃহস্পতিবার এই চুক্তি সম্পন্ন হয়।
টুইটার কেনা থেকে মাস্ক যখন পিছিয়ে যেতে চাচ্ছিলেন, তখন আদালতের শরণাপন্ন হয় টুইটার কর্তৃপক্ষ। আদালতের রায়ে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি করে ফেলতে হবে। চুক্তি সম্পন্ন করতে হবে ৪ হাজার ৪০০ কোটি বা ৪৪ বিলিয়ন ডলারে।
আর এই চুক্তি না করলে ইলন মাস্ককে গুনতে হবে জরিমানা। এতো বড় ব্যবসায়ী যদি শাস্তি হিসেবে জরিমানা গুনেন, তবে তার প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে যাবে হু হু করে। তাছাড়া তার ভাবমূর্তিও পড়বে বিশাল সংকটে। তাই শেষ পর্যন্ত টুইটার কেনারই সিদ্ধান্ত নিলেন তিনি।