টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাস জন্ম দিয়েছে এক আলোচনার।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রাত সাড়ে ১১টায় সাকিব লেখেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…’।
ফেসবুক পেজ থেকে করা ওই পোস্টে তৈরি হয়েছে ধাঁধা। তবে সাকিবের এ ‘না খেলার’ সঙ্গে যে ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই, সেটা ভক্তদের বুঝতে কোনো সমস্যা হয়নি। কয়েক মিনিটের মধ্যেই অসংখ্য মানুষ ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করেছেন ওই পোস্টে।
মঙ্গলবার (২২ আগস্ট) বরিশালে এক জন সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব নিজেই জানিয়েছেন, আপাতত এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়েই ভাবছেন তিনি। বাকি কোনো চিন্তা তার মাথায় নেই।
দুই আসরকে সামনে রেখে ইতোমধ্যে মিরপুরে দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব। আগামী ২৭ আগস্ট সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের।
এসএ/দীপ্ত নিউজ