বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে বরণ করে নিয়েছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়ো। বাংলাদেশি হিসেবে প্রথম কোনো ফুটবলার ল্যাতিন আমেরিকার ক্লাবে যোগ দিয়ে কীর্তি গড়েন জামাল।
তাকে স্বাগত জানিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছে ক্লাবটি। ক্লাবটির পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার ফুটবলের প্রতি এদেশের মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন লাল–সবুজদের অধিনায়ক।
জামাল বলেন, ‘আমি এই ক্লাবে যোগ দিতে পেরে খুবই খুশি। এখানে এসে আমি যেটা দেখেছি, শহরটা খুবই সুন্দর। ম্যারাডোনার যুগ থেকেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে, সেটা এখনও অব্যাহত আছে। গত বিশ্বকাপের সময় বাংলাদেশের ৮০ ভাগ মানুষ আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে।‘
বাংলাদেশ অধিনায়ক শুক্রবার (১৯ আগষ্ট) রাতে চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর সঙ্গে।
জামাল ভূঁইয়া সর্বশেষ গত মৌসুমে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে। ২০১৪–১৫ মৌসুমে শেখ জামালের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর ।
আল আমিন/ দীপ্ত সংবাদ