উসাইন বোল্টের পর প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ডাবল স্বর্ণ জিতলেন নোয়াহ লাইলস। বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টারে এই র্কীতি গড়েন তিনি।
জ্যামাইকার উসাইন বোল্টের পরে আর কেউ ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ডাবল‘স পাননি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। বুদাপেস্টে ১০০ মিটার জয়ে ফেভারিট ছিলেন না লাইলস।
অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস থাকলেও ফেভারিটের তকমাটা ছিলো লাইলসের মার্কিন সতীর্থ ফ্রেড কার্লির জন্য। গতবছর ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব হয়েছিলেন তিনি। এবার সবাইকে বিস্মিত করে কার্লি ও ইয়াকবস, দুজনের কেউই ফাইনালে উঠতে পারলেন না।
ইয়াকবসের সঙ্গে একই সেমিফাইনালে দৌড়ানো, নোয়াহ লাইলস জায়গা করে নেন ফাইনালে। সেখানে লেৎসিলে তেবোগোকে পেছনে ফেলে, বিশ্বের দ্রুততম মানব হন লাইস। সময় নেন ৯ দশমিক আট–তিন সেকেন্ড।
আল আমিন/ দীপ্ত সংবাদ