রবিবার, অক্টোবর ৫, ২০২৫
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

ফ্রান্সের বয়স ভিত্তিক দলে নতুন দায়িত্বে ফিরলেন অঁরি

Avatar photoআল আমিন

ফ্রান্সের বয়স ভিত্তিক দলের কোচ হলের দেশটির কিংবদন্তি সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি।

ফ্রান্সর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত যুবাদের দায়িত্বে থাকবেন অঁরি। আগামী বছর প্যারিসে হতে চলা অলিম্পিকেও তার অধীনে খেলবে ফরাসি যুবারা। ২০১৪ সালে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্সেনালের সাবেক এই স্ট্রাইকার।

কোচিং ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশের জাতীয় পর্যায়ের কোনো দলের দায়িত্ব পেলেন থিয়েরি অঁরি। ফ্রান্সের অনূর্ধ্ব২১ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো কিংবদন্তি এই স্ট্রাইকারকে।

আর্সেনালের যুব দলের কোচের দায়িত্ব শুরু করার পর ২০১৬ সালে বেলজিয়ামের সহকারী কোচের দায়িত্ব পান ৪৬ বর্ষী অঁরি। পাশাপাশি স্কাই স্পোর্টসের বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন তিনি।

ফ্রান্সের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার অঁরি। ১৯৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০০৬ বিশ্বকাপে রানার্স আপ হওয়া দলের অংশ তিনি। ফ্রান্সের হয়ে শিরোপার স্বাদ পান ২০০০ ইউরো ও ২০০৩ কনফেডারেশনস কাপেও।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More