বিটিআই নিয়ে জালিয়াতির ঘটনায় এক চীনা নাগরিকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সোমবার (২১ আগস্ট) রাতে গুলশান থানায় করা প্রতারণার মামলায় পরিবেশক মার্শাল অ্যাগ্রোভেটের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, এক পরিচালক এবং চীনা নাগরিক আর লি কিওয়াংকে আসামি করা হয়েছে।
ঢাকা উত্তর সিটির আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবেশক মার্শাল অ্যাগ্রোভেট বিটিআই সরবরাহ করেছেন মোড়কজাত করে। যে উৎপাদকের কথা বলে তারা পণ্যটি সরবরাহ করেছেন, ওই ম্যানুফ্যাকচারার জানিয়েছে– পণ্যটি তাদের নয়।
এইজন্য দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৩ ও ১০৯ ধারায় সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ এটি মামলা হিসেবে গ্রহণ করেছে।
আল আমিন/ দীপ্ত সংবাদ