নিষেধাজ্ঞার মধ্যেই মাদারীপুরের জেলেরা নদীতে ইলিশ ধরছেন। চর ও নদীতীরের অস্থায়ী বাজারে বিক্রি হচ্ছে এসব ইলিশ। প্রশাসনের কড়া নজরদারীতেও থামছে না ইলিশ শিকারীদের দৌরাত্ম নিষেধাজ্ঞার মধ্যেও এভাবেই চলছে ইলিশ শিকারের মহোৎসব। মাছ ধরার নানা কৌশল অকপটেই স্বীকার করছেন জেলেরা।
চরের যে এলাকাগুলোতে সড়ক যোগাযোগ নেই, সেখানেই বসছে অবৈধ মাছ বাজার। মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সীগঞ্জের লৌহজং, ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুর অংশের পদ্মার চরে কাশবনের ভিতর গড়ে তোলা হয়েছে আড়ৎ। এখানে বিক্রি হচ্ছে বিরল প্রজাতির ডলফিনও।
মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেও ঠেকানো যাচ্ছে না শিকারীদের। নিষেধাজ্ঞার মধ্যে মাদারীপুরে ৩০ লাখ মিটার অবৈধ জাল ও প্রায় পাঁচশো কেজি ইলিশ জব্দ করা হয়। জরিমানা করা হয় দুইশো জন জেলেকে।