অস্বাস্থ্যকর ভাবে খাদ্যপণ্য মোড়কজাতকরণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনীর দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে জামাল ব্রেড ও দিলদার ব্রেডে অভিযান চালায়। এসময় বেকারী পণ্যের নিউজ পেপার ও হাতে গ্লাভস ছাড়া মোড়কজাত করার অপরাধে জামাল ব্রেডকে ২০ হাজার টাকা ও দিলদার ব্রেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন। নির্বাহী ম্যজিষ্ট্রেট লিখন বণিক অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ