বিচারপতিদের সমান সুযোগ–সুবিধা চেয়ে আইনের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমপর্যায়ের সুযোগ–সুবিধা রাখা হয়েছে।
শুধুমাত্র সিইসি সুযোগ–সুবিধা পাবেন আপিল বিভাগের বিচারপতিদের সমপর্যায়ের। সোমবার কমিশন সভায় এ সংক্রান্ত পারিতোষিক ও বিশেষাধিকার আইন–২০২৩ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ইসি সচিব সাংবাদিকদের জানান, এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্তির কাজ চলছে।
আগামী নির্বাচনের আগেই সৌদিআরব ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্ত এবং তাদের হাতে স্মার্ট এনআইডি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
আল আমিন/ দীপ্ত সংবাদ