দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে কুয়াকাটার ঐহিত্যবাহী ঘাটলার খাল। যা এখন প্রায় নর্দমায় রূপ নিয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুর্নখননের মাধ্যমে খালটিকে রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাগরকন্যা কুয়াকাটার ঘাটলার খালের এই চিত্রই বলে দেয় কতটা দুর্দশা অবস্থা এটির। নির্বিচারে বর্জ্য ফেলা ও অবাধ দখলে নালায় পরিণত শহরে অবস্থিত একমাত্র খালটির। এস এ রেকর্ড অনুযায়ি খালটি দৈর্ঘ্য ২৬ কিলোমিটার ও প্রস্থে ২০০ ফুট। যেখান দিয়ে এক সময় চলত পণ্য পরিবহন।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে যায়। নাব্য কমে যাওয়ায় ২০২০ সালে একবার খালটি খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে দখল আর দূষণে তা কোন কাজে আসে নি। তারওপর আলীপুর স্লুইজ গেট বন্ধ থাকায় খালটিতে পানি প্রবাহে বিঘ্ন ঘটছে।
খালটি ময়লার ভাগারে পরিণত হওয়ায় দুর্গন্ধ এবং মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী। দ্রুত সময়ের মধ্যে খালটির সৌন্দর্য বর্ধন এবং লেক হিসেবে ফুটিয়ে তোলার আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাঘব এবং পর্যটকদের বিনোদনে খালটি আগের রূপে ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিবে স্থানীয় প্রশাসন এমন প্রত্যাশা কুয়াকাটাবাসীর।
আল/ দীপ্ত সংবাদ