অস্ট্রেলিয়ার সিডনিতে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১–০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। দেশটির নারী ফুটবল ইতিহাসে এই প্রথম শিরোপা জিতল তারা।
২৩ বছর বয়সী স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনার গোলে ইংল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। স্বাভাবিকভাবেই দলের উৎসবের মধ্যমণি ছিলেন ওলগা কারমোনা। কিন্তু ২৩ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের জীবনের সবচেয়ে সুখের দিনটিই হয়ে উঠল সবচেয়ে বেদনার দিনও।
বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাস–উচ্ছ্বাস শেষে কারমোনা জানতে পারেন, তার বাবা মারা গেছেন। কারমোনার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।
গতকাল ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন। ২৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক কারমোনা।
আল/ দীপ্ত সংবাদ