নারী বিশ্বকাপ ফুটবল নবম আসরের ফাইনালে ইংল্যান্ড নারী দলকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল স্পেন নারী ফুটবল দল।
রবিবার (২০ আগস্ট) সিডনির ‘স্টেডিয়াম অস্ট্রেলিয়া‘-তে নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামে দু‘দল। প্রায় ৮৪ হাজার দর্শকের সামনে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে দু‘দল। ম্যাচের ১৬ মিনিটে ক্রসবারের বাধায় গোল পেতে ব্যর্থ হন ইংলিশ ফরোয়ার্ড লরেন হেম্প। ২৯ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা একমাত্র জয়সূচক গোলটি আসে স্পেন অধিনায়ক ওলগা কারমোনার বাঁ পায়ের জোরালো শটে।
বিরতির পর ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। তবে ৭০ মিনিটের মাথায় ডি–বক্সের ভেতর ভুল করে বসেন ইংলিশ ডিফেন্ডার। হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হয় স্পেন। হেনি হেরমোসোর দুর্বল শট রুখে দিয়ে ম্যাচের আশা বাঁচিয়ে রাখেন ইংলিশ গোলরক্ষক মেরি ইয়ার্পস।
এরপর আক্রমণের ধার বাড়ায় ইংলিশরা। তবে পালটা আক্রমণে বেশ কয়েকটি সহজ সুযোগও হাতছানি করে স্পেন। ম্যাচের রোমাঞ্চ গড়ায় ৯০ মিনিট পাড় হয়ে অতিরিক্ত ১৩ মিনিটে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আক্রমণে থেকেও গোল করতে পারেনি ইংলিশরা। এতে এক শূন্য গোলের ব্যবধানেই জয় নিয়ে আবেগে মাঠে ভেঙ্গে পড়েন দুই দলের খেলোয়াড় ও দলের সংশ্লিষ্টরা।
এবারই প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জিতল তারা। এর আগে ২০১০ সালেও প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতেছিল স্পেন পুরুষ দল। কাকতালীয় ভাবে তারাও ১–০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে।
টুর্নামেন্টের গোল্ডেন বুট জেতেন জাপানের হিনাতা মিয়াজাওয়া, গোল্ডেন বল জেতেন স্পেনের আইতানা বোনমাতি, সেরা গোলরক্ষক হয়েছেন ইংলিশ গোলরক্ষক মেরি ইয়ার্পস এবং টুর্নামেন্টের ফেয়ার প্লে এওয়ার্ড জিতেছে জাপান নারী ফুটবল দল।
ইমাম/দীপ্ত নিউজ