নারায়ণগঞ্জ সাইনবোর্ডের প্রো–অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা দেবার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধা জমিরুন নেছার ছেলে কবির হোসেন।
থানার অভিযোগে কবির হোসেন উল্লেখ করেন, ১৫ আগষ্ট রাতে তাঁর বৃদ্ধা মা জমিরুন নেছা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাইনবোর্ডের প্রো অ্যাকটিভ হাসপাতালে নিলে সিসিইউ ইউনিটে ভর্তি করানো হয়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ হওয়ার কথা জানায় এবং তারা ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা আমার মাকে ডেঙ্গুর কোনো চিকিৎসা ও প্রতিষেধক না দিয়ে অনভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করেন। ফলে আমার মায়ের বাম হাত ও পা অবশ হয়ে যায়।
কবির আরও উল্লেখ করেন, হাত ও পা অবশ হয়ে যাবার বিসয়টি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে ভুল চিকিৎসা দেয়ার বিষয়টি বেরিয়ে আসে। পরে আমার মাকে মুমূর্ষ অবস্থায় গত শুক্রবার রাতে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অভিজ্ঞ ডাক্তারগন আমার মাকে পরীক্ষা নিরীক্ষা করে জানান প্রথমে সঠিক চিকিৎসা না পাওয়ায় তার বাম হাত ও পা প্যারালাইসিস হয়ে যায়।
প্রো–অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিকপক্ষ শাহ আলম–বলেন, হাসপাতালে কোন রোগীর ভুল চিকিৎসা হয়েছে সে বিষয়ে আমি জানিনা, এ বিষয়ে জানতে হলে আপনি আমাদের দায়িত্বরত (জেনারেল বিগ্রেডিয়ার নাছিরের) কর্মকর্তার সাথে কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজ্জামেল হক জানান, এ বিষয়ে থানায় দুই পক্ষই অভিযোগ করেছে। এক পক্ষ হাসপাতালে ভাংচুরের এবং আরেক জন ভুল চিকিৎসা হওয়ার অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএ/দীপ্ত নিউজ