জাতীয় পার্টি আগামী নির্বাচনে যাবে কি যাবে না?- সেটি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন। এরই মধ্যে জাতীয় পার্টির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ভারত সফরে গেছেন ।
রবিবার (২০ আগস্ট) দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দল। তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা ও শেরীফা কাদের এমপি।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুনসহ জাতীয় পার্টির নেতারা ।
জাতীয় পার্টির প্রতিনিধিদলের ভারত সফরকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রতিনিধি দলের ভারত সফরের পরেই জাতীয় পার্টির উপলব্ধি পাল্টে যাবে এবং জাতীয় পার্টি নির্বাচনের পথে হাঁটবে।
দিল্লিতে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের আগামী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ভারত যে জাতীয় পার্টিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দেবে, তা মোটামুটি নিশ্চিত এবং জাতীয় পার্টি এখন যে সেই পরামর্শ এড়িয়ে যেতে পারবে না, সে ব্যাপারেও অনেক রাজনৈতিক বিশ্লেষকরা সহমত পোষণ করছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনের আগেও জাতীয় পার্টি একই কাজ করেছিল। সেই সময় জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার কথা বললেও হোসেইন মোহাম্মদ এরশাদ আকস্মিক ঘোষণা দিয়ে নির্বাচন বয়কটের ডাক দেন এবং সকল প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন। সেই নির্বাচনে নানান নাটকীয়তার পর জাপার একাংশ নির্বাচনে অংশগ্রহণ করে।
আল/ দীপ্ত সংবাদ