ডেঙ্গুতে সারাদেশে শনিবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮৩ জন। এমন অবস্থায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশংকা চিকিৎসকদের। পাশাপাশি শিশুদের দিকে বাড়তি নজর দেয়ার কথাও বলছেন তারা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর সারাদেশে মৃত্যুর সংখ্যা এরইমধ্যে সাড়ে চারশ ছাড়িয়েছে। চলতি আগস্ট মাসেই ডেঙ্গুতে মারা গেছেন দুইশ জনের বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ৯৬ হাজার। ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর হার প্রায় সমান।
রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ এখনও অব্যাহত। দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও ঝুঁকিপূর্ণ রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হয়ে একরকম ঝুঁকি নিয়েই ঢাকার বাইরে থেকে ডেঙ্গু রোগী আসছেন। নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতি থাকলে এর প্রকোপ আরো বাড়ার আশংকাও তাদের।
সারাদেশেই ডেঙ্গুতে শিশুরা আক্রান্ত হচ্ছে, তবে ঢাকায় এর হার সবচেয়ে বেশী। এখানে আক্রান্ত মোট রোগীর ১৫ শতাংশই শিশু।
আল/ দীপ্ত সংবাদ