রাজধানীর কারওয়ান বাজারের বয়স দুইশ বছরের বেশি। এটি চারশ বছরের পুরানো ঢাকার ইতিহাসের অন্যতম অংশ। এর নামকরণ নিয়ে রয়েছে নানা গল্প।
‘১৮ শতক আগে আজকের এই সোনার গাঁ হোটেলের অংশেই ছিল নদীর ঘাট। যেখানে এসে থামতো বাঁশবোঝাই নৌকা, যে কারণে এটিকে বাঁশবাজার বলা হতো / পরবর্তীতে এখানেই এক মাড়োয়ারী যার নাম কারওয়ান সিঙ তিনি ভারতের বিভিন্ন এলাকা থেকে এনে ফল বিক্রি করলে যার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে এবং পরবর্তিতে কারওয়ান বাজার হিসেবে খ্যাতি পায় ।‘
এই বাজার নিয়ে আছে আরো ইতিহাস। সুলতানি আমলের প্রায় ৫ হাজার কিলোমিটার দীর্ঘ ‘সড়ক–ই–আযম‘ কারওয়ান বাজারে এসে মেশে এবং এখানে ছিল এক সরাইখানা। গড়ে উঠেছিল বাণিজ্যিক কাফেলা বা ‘ক্যারাভাঁ‘।
হওয়ার কথা ছিল কারওয়ান বাজার। কিন্তু মানুষের চলতি কথায় হয়ে গেছে কাওরান বাজার। এখনকার চানখার পুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে, নৌকায় কারওয়ান বাজার আসতো লোকজন।
শুরুতে কারওয়ান বাজারের মূল অংশটি বসতো আম্বর শাহ মসজিদের দক্ষিণ দিকে। ক্রমে লোকসমাগম ও বাণিজ্যিক গুরুত্ব বাড়তে থাকলে, নবাব আহসানউল্লাহর ওয়াকফকৃত জমিতে বাজার সম্প্রসারিত হয়।
আজকের কারওয়ান বাজার ঢাকার অর্থনীতির এক বিশাল কেন্দ্র। এখানে প্রতি দিন লেনদেন হয় কোটি কোটি টাকা।
আল/ দীপ্ত সংবাদ