দিনাজপুর পার্বতীপুর পুরাতন বাজার রেলব্রিজে ট্রেনে কাটা পড়ে দাদি মর্জিনা বেগম (৬০) ও নাতনি সাথী আক্তার (৬) মারা গেছেন।
শনিবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে পার্বতীপুর–দিনাজপুর রেলপথের নামাপাড়া রেলব্রিজে উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ভূষিরবন্দর এলাকার মৃত আব্দুল মজিদের স্ত্রী। দাদি নাতনি ঘটনা স্থলের পাশে আত্মীয়ের বিয়ে বাড়ীতে গিয়েছিলেন ।
এ ঘটনায় জান্নাতুল নামে তাদের নিকটাত্মীয় আহত হয়েছেন। তিনি ট্রেন দেখে রেললাইনের স্লিপার ধরে ঝুলে পড়েন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শাহীন আলম বলেন, সকাল ১১ টার দিকে পার্বতীপুর–দিনাজপুর রেলপথের পৌর শহরের নামাপাড়া এলাকার তিলাই নদীর ওপর রেলব্রিজ অতিক্রম করছিলেন একদল নারী–পুরুষ। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। মর্জিনা বেগম ব্রিজ পার হলেও আটকা পড়ে নাতনি সাথী আক্তার। এ সময় নাতনিকে বাঁচাতে গিয়ে দুজনই ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতের আত্মীয় আনছার আলী জানান, শুক্রবার উপজেলার হুগলীপাড়া গ্রামে আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন তাঁরা। আজ সকালে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় ওই দুজনের মৃত্যু হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল দিনাজপুর রেলওয়ে থানার অধীনে হলেও আমরা লাশ উদ্ধার করেছি। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।
এসএ/দীপ্ত নিউজ