বরগুনার বামনায় স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগের মামলায় স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আল আমিন ও তার স্ত্রী তাজেনুর বেগম। তারা ওই এলাকার বাসিন্দা।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ জুলাই বেলা ৩টার দিকে আল–আমিনের স্ত্রী তাজেনুর বেগম তাকে কাঁথা সেলাই করার জন্য ঘরের পাটাতনে ডেকে আনেন। সেখানে আগে থেকেই আল–আমিন অবস্থান করছিলেন। ওই শিক্ষার্থীকে তাজেনুর টেনে হিঁচড়ে পাটাতনে ফেলে দেন। পরে আল– আমিন তাকে ধর্ষণ করেন। এ সময় তার স্ত্রী ওই ধর্ষণের ঘটনা ফোনে ভিডিও ধারণ করেন ও ছবি তুলে রাখেন। এরপর ওই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন। পরে ওই ভুক্তভোগী আর মেলামেশা করতে রাজি না হলে, ধারণ করা ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন অভিযুক্তরা।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করি। তাদের মোবাইলে ধারণ করা ধর্ষণের ভিডিও পেয়েছি। পরে মামলা নিয়ে আদালতের মাধ্যমে অভিযুক্তদের বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ