আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
কিছুদিন আগেই শেষ হওয়া অ্যাশেজে হাতের কবজির ইনজুরিতে পড়েন স্মিথ। প্রোটিয়া সিরিজের আগে সুস্থ হচ্ছেন না তিনি। যার কারণে তাকে ছাড়াই প্রোটিয়া সফরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়া দলকে।
স্মিথের পরিবর্তে টি–টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অ্যাশটন টার্নার এবং ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মার্নাস লাবুশেন।
অন্যদিকে, গ্রোয়েনের চোটে পড়ে সাউথ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন ৩৩ বর্ষী বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। বিশ্বকাপের আগে ভারত বিপক্ষের সিরিজে ফেরার আশায় তিনিও।
স্টার্কের পরিবর্তে টি–টুয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার স্পেনসার জনসনকে ওয়ানডেতে ডাকা হয়েছে।
চলতি মাসের ৩০ আগস্ট থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজ। সেখানে ৩টি টি–টোয়েন্টি এবং ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙ্ঘা, লাবুশেন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা
টি–টোয়েন্টি স্কোয়াড
মিচ মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, অ্যাশটন টার্নার, মার্কাস স্টোয়নিস, অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘অ্যাশেজ সিরিজ এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক চাপ পড়েছিল দলের উপর। এজন্য বিশ্বকাপের দল গঠনের জন্য আমরা রক্ষণশীল পদ্ধতি অবলম্বন করছি।’
এসএ/দীপ্ত নিউজ