শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

বর্ষার মাঝেও ঢাকায় কমেনি বায়ুদূষণ,শীর্ষে দুবাই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত কয়েকদিন ধরেই ঢাকায় শ্রাবণের বর্ষণ। ভাদ্রের শুরুতেও বুধবার (১৬ আগস্ট) আকাশে বৃষ্টির আভাস। তারপরও বায়ুদূষণে বিশ্বের মধ্যে ঢাকার অবস্থান উপরের দিকে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার স্কোর ছিল ১২২। বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দশম।

দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, যার স্কোর ১৬২। এছাড়া তৃতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৫৮। ঢাকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য অস্বাস্থ্যকর।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More