শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাটোরে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

নাটোরে পৃথক দুইটি মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার(১৬ আগস্ট) বেলা ১২ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের রানীনগর গ্রামের লোকমান আলীর ছেলে জাকির হোসেন এবং অপরজন নাচোল থানার নিজামপুর গ্রামের একরামুল হকের ছেলে শাহাবুল হক

আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদন্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং শাহাবুলকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৭ সালের ৭ ডিসেম্বর নাটোর বড়াইগ্রামের বনপাড়াহাটিকুমরুল মহাসড়কের লাথুড়িয়ায় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসের যাত্রী শাহাবুলের স্যান্ডেলের ভিতর থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে প্রেরণ করা হয়।

অপরদিকে ২০২২ সালের ২২ মে বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়ী থেকে ৩শ ১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা ঘটনার পর থেকে কারাগারে রয়েছে। মামলার স্বাক্ষ্য গ্রহণ ও প্রমান শেষে বুধবার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More