দেশে চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম। যেখানে দেশের সাধারণ জনগণ এই পেনশন সুবিধার আওতায় আসবে।
বুধবার (১৫ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি নাসরীন সুলতানা।
জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনের প্রতিসূতি পূরণের সরকার পেনশন স্কিম চালু করছে। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা এই ৪টি স্কিম এ পেশা উপর নির্ভর করে সাধারণ মানুষ ছবি ও এনআইডি কার্ডের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন। তবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, এমন কেউ এই স্কিম এর আওতায় আসবে না।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী এই পেনশন স্কিমের উদ্বোধন করার ও রাঙামাটিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার কথা রয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ