৩৬
আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ভেরিফাইড ফেসবুক পেইজে খবরটি নিশ্চিত করে ভিডিও পোস্ট করেছে আল হিলাল। ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, আমি এখন সৌদি আরবে, আমি হিলালি। নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়েছিলো পিএসজি। আল হিলাল তাকে নিয়েছে ৮৬ মিলিয়ন ইউরোতে। সৌদি আরবে বছরে প্রায় ১৩০ মিলিয়ন ইউরো আয় করবেন নেইমার। যা পিএসজির চেয়ে প্রায় ছয় গুণ বেশি।
আল/ দীপ্ত সংবাদ