শেষ নয় মিনিটের দুই গোলে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মত ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো স্পেন। তাদের জয় ২–১ গোলে।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে, প্রথমার্ধে সুষ্পষ্ট দাপট ছিল স্পেনেরই। প্রায় ৭০ ভাগ সময় বলের দখল ধরে রেখেও অবশ্য স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে আক্রমণ তেমন একটা তৈরি করতে পারেনি তারা।
তবে দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচের ৮১ মিনিটে অবশেষে স্পেনকে এগিয়ে দেন সালমা প্যারাউয়েলো। ৮৮ মিনিটে রেবেকা ব্লোমভিস্ট ম্যাচে সমতা ফিরিয়ে উত্তেজনা বাড়ালেও পরের মিনিটেই স্প্যানিশদের জয় নিশ্চিত করেন ওলগা কারমোনা।
তাতেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য নিশ্চিত হয় তাদের।
আল/ দীপ্ত সংবাদ