ডেঙ্গুতে প্রতিদিন বাড়ছেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেখা দিচ্ছে শক সিনড্রোম ছাড়াও নতুন নতুন উপসর্গ। এতে উদ্বেগ ও উৎকন্ঠায় রোগী ও তাদের স্বজনরা। তবে ডেঙ্গুতে আক্রান্ত হলেই মৃত্যু হবে এমনটা ভাবার কারণ নেই বলে আশ্বস্ত করলেন চিকিৎসকরা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল কয়েকদিন ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের শয্যায় টাঙ্গাইলের এই নারী। উদ্বেগের দিন–রাত কাটছে তার স্বজনদের।
রাজধানীর বেশিরভাগ সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ডেঙ্গু রোগীর চাপ। সেইসঙ্গে মশাবাহিত এই রোগের ধরণ ক্রমাগত বদলাতে থাকায় চিকিৎসা নিয়েও তৈরি হয়েছে নানা জটিলতা।
শরীরের ভেতরে রক্তক্ষরণকে শক সিনড্রোম বলা হয়। চিকিৎসকরা বলছেন, শক সিনড্রোমের কারণে এ বছর মৃত্যুর সংখ্যা বেশি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হলেই মৃত্যু হবে এমনটা ভেবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেইও বলে জানান তিনি।
মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৬ জনের।
আল/ দীপ্ত সংবাদ