মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্ষালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে পুষ্পমাল অর্পন করেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম সহ বিভিন্ন স্কুল/ কলেজের শিক্ষার্থী ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আলোচনা সভা, রক্তদান সহ মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
শায়লা/ দীপ্ত নিউজ