গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গত কাল (১৩ আগস্ট) সন্ধ্যায় গভীর সমুদ্রের সাঙ্গু গ্যাস ফিল্ড হতে ৮ নটিক্যাল মাইল উত্তর–উত্তর পশ্চিম থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, গত ৭ আগস্ট এফবি “ইমন” নামের একটি ফিশিং বোট বরিশাল হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে নামে। এর মধ্যে ১১ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে এবং ১৩ আগস্ট তারিখ বিকেলে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে সাহয্য চান জেলেরা।
এর পর জেলেদের বিপদের খবরে পেয়ে উদ্ধারে অভিযান শরু করে বাংলাদেশ কোস্ট গার্ড’র নিয়মিত টহল জাহাজ পোর্টে গ্র্যান্ডে। জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইমতিয়াজ উদ্দিন সরকার এর নেতৃত্বে চার ঘন্টা অভিযানের পর সন্ধ্যায় তাদের উদ্ধার করে পতেঙ্গা কোস্ট গার্ডের ঘাটিতে নিয়ে আসা হয়।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ