ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দুইটি ১৩ বছর বয়সী বাঘের রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে এখনও মুখ খুলছেনা চিড়িয়াখানা কতৃপক্ষ।
দুইটি বাঘ ছাড়াও জাতীয় চিড়িয়াখানায় গত এক বছরে আটটি প্রাণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু দুটি প্রাণীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
জাতীয় চিড়িয়াখানায় সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৩০ অক্টোবর প্রায় আট মাস বয়সী একটি জেব্রা মারা যায়। ২০ ও ২১ নভেম্বর মারা যায় দুর্জয় ও অবন্তিকা নামের পাঁচ মাস বয়সী দুটি ব্যাঘশাবক ও ২৭ নভেম্বর মৃত্যু হয় ২ মাস ১৮ দিন বয়সী একটি জিরাফশাবকের। ১০ ডিসেম্বর মারা যায় ছয় মাস বয়সী একটি ইম্ফালা।
জানুয়ারি মাসে জাতীয় চিড়িয়াখানায় মৃত্যু হয়েছে দুটি প্রাণীর। ১৫ জানুয়ারি মারা যায় ৪ মাস বয়সী একটি জিরাফশাবক এবং ২৫ জানুয়ারি মৃত্যু হয় ১২ বছর বয়সী একটি আফ্রিকান সিংহের। এরপর ১ ফেব্রুয়ারি ১৮ বছর বয়সী একটি ওয়াইল্ড বিস্ট মারা যায়।
এসএ/দীপ্ত নিউজ