গত ১৬ বছরে হাজারো শিক্ষার্থী অবৈধ উপায়ে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে বলে দাবি করেছে সিআইডি। অবৈধভাবে ভর্তি চক্রের ৮০ জনের মধ্যে ৭ চিকিৎসকসহ ১২ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য বেরিয়ে আসে।
এদিকে, দেশের গণতন্ত্র ধ্বংস ও আইন শৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে হামলার জন্য জঙ্গিরা মৌলভীবাজারে প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় সিটিটিসি।
দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। প্রতিবছর ভর্তি যুদ্ধে নামেন লাখের বেশি মেধাবী শিক্ষার্থী। কিন্তু লড়াইয়ে জিতে ভর্তি হন মাত্র ৪ হাজারের কিছু বেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে, ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে অন্তত ১০ বার মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে। ফলে অবৈধ উপায়ে মেডিকেলে ভর্তি হয়েছে অনেকে।
প্রশ্ন ফাঁস চক্রের ৮০ জন সক্রিয় সদস্যের সন্ধান পেয়েছে সিআইডি। সম্প্রতি অভিযান চালিয়ে ৭ চিকিৎসকসহ চক্রের ১২ জনকে গ্রেপ্তার করে সংস্থ্যটি।
অন্য ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম– সিটিটিসি জানায়, পার্বত্য এলাকায় জঙ্গি প্রশিক্ষণের জন্য ৫০ শতাংশ জমি কেনে একটি চক্র। ইমাম মাহমুদের কাফেলা নামের এই চক্রের প্রধাণ ইমামকে খুঁজছে পুলিশ।
মৌলভীবাজারের কুলাউড়া থেকে তিন শিশুসহ ১৩ জনকে আটকের পর রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আল/দীপ্ত সংবাদ