সম্ভাবনা থাকার পরও রাঙামাটির পর্যটন খাতের উন্নয়ন হয়নি। ফলে আগ্রহ হারাচ্ছে পর্যটকরা। স্থানীয়দের অভিযোগ, সরকারের উদ্যোগ পরিকল্পনার বৃত্তে আটকে থাকায় কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না।
১৯৬০ সালে কাপ্তাই বাঁধ তৈরির পর হ্রদকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয় সরকার। ১৯৮৩ সালে দুই পাহাড়ের মাঝখানে ঝুলন্ত সেতু তৈরি করে যাত্রা শুরু করে পর্যটন করপোরেশন। কিন্তু, এরপর পর্যটন শিল্প বিকাশে আর কোনও উদ্যোগ দেখা যায়নি।
ব্যবসায়ীরা বলছেন, হ্রদ ও পাহাড়ের মনোরম প্রকৃতি কাজে লাগিয়ে রাঙামাটিতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। কিন্তু তা হচ্ছে না। পর্যটন শিল্পের বিকাশে রাঙামাটি জেলা পরিষদ, বারোশো কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে তা এখনো অনুমোদন হয়নি।
সংশ্লিষ্টদের আশা, পার্বত্য এই জেলার পর্যটন বিকাশে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেবে সরকার।
আল/দীপ্ত সংবাদ