শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

মুন্সীগঞ্জে পাসপোর্ট অফিসে যুবককে মারধর

সেবা নিতে গিয়ে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মারধরের শিকার হয়েছেন মনির মীর (২১) নামের এক ব্যাক্তি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে জেলা শহরের খালইস্ট এলাকায় মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির শ্রীনগর উপজেলার বালাশুর ইউনিয়নের কামারগাও এলাকার শামসু মীরের পুত্র।

ভুক্তভোগী মনির বলেন, বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সিরিয়ালে দাড়াই কিন্তু বিকাল সাড়ে ৩ পর্যন্ত অপেক্ষা করেও ফিঙ্গার দিতে পারিনি। একপর্যায়ে বিরক্ত হয়ে দরজায় জোরে ধাক্কা দেই।

এতে ক্ষুব্ধ হয়ে পাসপোর্ট অফিসের অফিস সহকারি কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শাজালাল ও আনসার সদস্য মনির ১০৬নং কক্ষে নিয়ে আমাকে প্রথমে কিলঘুষি ও একপর্যায়ে জুতাপেটা করেন।

তিনি আরও জানান, আমি বিষয়টি উপপরিচালককে জানালে তিনি আপসমীমাংসার চেষ্টা করেন। মারধরের বিষয়টি কাউকে না বলার জন্য চিকিৎসা বাবদ পাঁচ হাজার টাকা দেন ওই দুই কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস মুন্সীগঞ্জ উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, নিচতলায় হট্টগোলের খবর পেয়ে আমি তাদের ডেকে পাঠাই। পরে তাদের নিজেদের মধ্যে নিজেরা সমঝোতা করে ফেলেন।

তিনি আরও জানান, ওই দুই কর্মচারীদের সাবধান করা হয়েছে। যাতে এই ধরনের ঘটনা না ঘটে।

এদিকে মারধরের বিষয়ে পাসপোর্ট অফিসের শাজালাল ও মনির সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More