টাঙ্গাইলের হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানান, বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৬ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, মধুপুর উপজেলায় ৭ জন, গোপালপুর উপজেলায় ৬ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারী থেকে আজ পর্যন্ত টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬৯৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৫০ জন রোগী। মৃত্যুবরণ করেছেন ১ জন।
এসএ/দীপ্ত নিউজ