বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

নোয়াখালীতে দুই মাদকসেবীকে ধরিয়ে দিলো গ্রামবাসী

নোয়াখালীর চাটখিল উপজেলায় রবিউল হোসেন নাজিম (২০) ও রবিউল বাশার (৩০) নামে দুই মাদকসেবীকে মাদকসক ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরিয়ে দেয় এলাকাবাসী। এসময় ভ্রাম্যমান আদালত দুজনেই পৃথকভাবে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. জাফর ইসলামসহ এলাকাবাসী এই দুুই মাদকসেবীকে মাদকসেবন অবস্থায় দেখে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করেন বলে জানা যায়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে চাটখিল থানা পুলিশের একটি দল স্থানীয় কাকড়াপাড়া গ্রামের রহমত উল্যা মৌলভী বাড়ির সামনে থেকে মাদকসেবী দুজনকে হাতেনাতে আটক করে।

দন্ডপ্রাপ্ত রবিউল হোসেন নাজিম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের সলিমুদ্দিন মিঝি বাড়ির মো. ইসমাইলের ছেলে এবং রবিউল বাশার একই ইউনিয়নের হানজি বাড়ির মো. সাইদের বড় ছেলে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদক সেবন করা অবস্থায় তাদের দুজনকে হাতে নাতে ধরা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬()(২১) ধারায় মাদকসেবী দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকগুলো পুলিশ ধ্বংস করে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More