এশিয়া কাপের সময় ঘনিয়ে আসলেও এখনো বাংলাদেশ দল ঘোষণা করা হয়নি। একে বোর্ডের অপেশাদারিত্ব বলছেন সাবেক ক্রিকেটাররা। এদিকে, নতুন অধিনায়ক ঠিক করতে মঙ্গলবার (৮ আগস্ট) জরুরি বৈঠকে বসবে বিসিবি।
গত ২৯ জুলাই এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও তা করেনি বিসিবি। ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। কিন্তু এখনো প্রাথমিক বা চূড়ান্ত কোন দলই ঘোষণা হয়নি। এছাড়া তামিম অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়কও ঠিক করা হয়নি।
এশিয়া কাপে ২০১২, ১৬ ও ১৮‘র রানারআপ বাংলাদেশ। সাবেক ক্রিকেটারদের বিশ্বাস সাম্প্রতিক পারফম্যান্স বিবেচনায় দারুণ কিছু করবে সাকিব–তাওহীদ হৃদয়রা।
মঙ্গলবার ঢাকায় ফিরছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এরপরই ঘোষণা হতে পারে টাইগাদের নতুন অধিনায়ক ও এশিয়া কাপের স্কোয়াড।
আল/ দীপ্ত সংবাদ