কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক অপমানীত হয়ে আত্মহত্যা করেছে জিনিয়া খাতুন (১৪) নামে ৭তম শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের জিল্লু শেখের মেয়ে।
শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, সুলতানপুর মাহ্তাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭তম শ্রেণীর ছাত্রী জিনিয়া খাতুন প্রতিদিনের মত সকালে বিদ্যালয়ে যায়। বিকেলে কোন একজন শিক্ষকদের কাছে অভিযোগ করে আপনাদের ৫–৬ জন মেয়ে সিগারেট খাচ্ছে। পরে বাংলা শিক্ষক মশিউর রহমান লাল্টু, আইসিটি শিক্ষক ওয়ালিউর রহমান মেয়েদের ডেকে বই কেড়ে নেন এবং বলেন তোমাদের অভিভাকদের কাল আসতে বলবে না হলে সবাইকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বেড় করে দেয়া হবে।
পরিবারের অভিযোগ, বাংলা শিক্ষক মশিউর রহমান লাল্টু শিক্ষার্থীদের ভৎসনা করেন এবং সিগারেট খাওয়া ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার হুমকি দেন। এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে অভিযোগ তাদের। এদিকে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কোন পক্ষ এখনও অভিযোগ করেনি। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে বিদ্যালয়ের সভাপতি মুঠোফোনে জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান।
শায়লা/ দীপ্ত নিউজ