চলতি বছর বাজারে আসতে যাওয়া আইফোন ১৫ প্রো লাইনআপে আসতে পারে বড় কিছু পরিবর্তন। তবে এর সঙ্গে বাড়তে পারে মডেলগুলোর দামও।
সম্প্রতি মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
আইফোনের নতুন সিরিজের প্রো মডেলগুলো স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম ফ্রেমের সঙ্গে আসতে পারে। যার ফলে ফোনগুলো হবে আরও মজবুত, কমবে ওজন।
এছাড়া, নতুন ডিসপ্লে প্রযুক্তির সুবাদে আইফোন ১৫ প্রো লাইনআপের ফোন স্ক্রিনের বেজেল আগের চেয়ে সরু হবে। বলা হচ্ছে, বেজেলের আকার আগের মডেলের ফোনের তুলনায় এক–তৃতীয়াংশ কমে আসতে পারে।
পাশাপাশি, নতুন সিরিজের ফোনে ক্যামেরা ও চার্জিং পোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে চমক দিতে পারে অ্যাপল।
তবে এবার যুক্তরাষ্ট্রের বাইরে আইফোনের দাম বাড়তে পারে। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্রে না বাড়লেও অন্যান্য দেশে আইফোনের ম্যাক্স মডেলগুলোতে দাম বাড়তে পারে ২০০ ডলার পর্যন্ত।
অ্যাপল সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোনের বিষয়ে তথ্য প্রকাশ করে।
২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের হাই–এন্ড আইফোন প্রো মডেলের দাম ৯৯৯ ডলার ও আরও বড় স্ক্রিনের ম্যাক্স মডেলের দাম ১০৯৯ ডলার ধার্য করছে। তবে শিগগির এই কাঠামোতে পরিবর্তন আসতে পারে।
বিশ্লেষকদের মতে, প্রো মডেলের দাম বাড়ানো হলে সার্বিকভাবে অ্যাপলের আয় বাড়বে।
এসএ/দীপ্ত নিউজ