মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া রশকাটি পদ্মা শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে। আজ রোববার সকাল দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।
এদিকে শনিবার ট্রলার ডুবি ঘটনায় এই পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। এদিকে নিহত পরিবারকে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়েকটি পরিবারের ৪৬ জন ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে যায়। পদ্মায় ঘুরাঘুরি শেষে খিদিরপাড়া পদ্মা শাখা নদী দিয়ে রাত ৮টার দিকে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে বেপরোয়া বালুবাহী বাল্কহেড এসে ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গেলে ৩৪ জনের মতো লোক সাঁতরে তীরে আসলে বাকিরা পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ