অস্ট্রেলিয়ার মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষে সফরকারী সব দল ফিরে গেলেও থেকে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে অজিদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। এই সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দলে ফেরানো হয়েছে জেমস ভিন্স এবং স্যাম বিলিংসকে। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে খেলেছেন ভিন্স। এজবাস্টনে সেবার ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এক বছরের বেশি সময় পর ইংলিশদের হয়ে ওয়ানডে খেলবেন তিনি। এদিকে ওয়ানডে দলে রাখা হয়েছে কদিন আগে অফ ফর্মের কারণে বাদ পড়া জেসন রয়কেও। তবে চোটের কারণে জায়গা হয়নি জনি বেয়ারস্টোর।
অস্ট্রেলিয়া সফরে বিশ্রামে রাখা হয়েছে বেন স্টোকস এবং মার্ক উড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরবেন তারা দুজন। স্কোয়াডে থাকা ১৫ জনের মাঝে ১১জনই বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। যারা কিনা ২০ ওভারের বিশ্বকাপ খেলছেন।
আগামী ১৩ নভেম্বর কুড়ি ওভারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর চারদিন পর শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। ১৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর তৃতীয় তথা শেষ ম্যাচ মাঠে গড়াবে। বিশ্বকাপ এবং এই সিরিজ মিলিয়ে ইংল্যান্ডের জন্য সফরটা বেশ লম্বা-ই হয়ে গেল।
ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, ডেউইড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি পোপ, জেমস ভিঞ্চি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড।