দুই হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের মধ্যে দিয়ে এই সুপারিশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিলে ১৩ হাজার জন উত্তীর্ণ হন।
২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আট বিভাগের একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ২৬ জুন ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়।