বিরোধীদের আন্দোলন দেখে ভীত না হতে সরকারি কর্মচারীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক–২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীরা আন্দোলন করলে সরকারের আপত্তি নেই। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু জ্বালাও পোড়াও করতে দেব না। মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন দেখে ভয় পাবেন না। আর এই মন মরা (গোমড়া) অবস্থা দেখতে চাই না কারও। যেকেনো সমস্যা আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবলও থাকতে হবে।‘
সরকার প্রধান বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। শতভাগ মানুষের ঘর বাড়ি থাকবে। কেউ পিছিয়ে থাকবে না। উন্নতি হবে সবার। তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের কাজের ছাপ রাখছি। আগে যে হাহাকার ছিল, এখন কিন্তু সেটি নেই। আগে মিটিং করতে গেলে দেখতাম, ছেঁড়া কাপড়। এখন সেটি দেখি না।‘
শেখ হাসিনা বলেন, ‘দ্রব্যমূল্যের দাম নিয়েও ঢাকায় যতটা হাহাকার, গ্রামেগঞ্জে কিন্তু সেটি নেই। ২০৪১ সালের বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা। আমরা পরিকল্পনা করে দিয়েছি, এখন ধাপে ধাপে বাস্তবায়নের পালা।‘
জনবান্ধব জনপ্রশাসন গঠন করতে প্রজাতন্ত্রের ১৬ লাখ কর্মচারীদের উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিতে গতবছর থেকে চালু হয়েছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর পদক পেয়েছেন প্রজাতন্ত্রের ২৮ জন কর্মচারী ও দুইটি প্রতিষ্ঠান।
এসএ/দীপ্ত নিউজ