মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

টাঙ্গাইলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে টাকা নেয়ার অভিযোগ

Avatar photoস্পোর্টস ডেস্ক

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে জেলা প্রশাসক কথা না বললেও উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শারমিন আরা নিপা ওরফে পলি মেম্বার। তার বিরুদ্ধে অভিযোগ- সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেয়ার। ভুক্তভোগীরা বলছেন- টাকা দিতে না পারায় দেয়া হয়নি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড।

তবে, অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন শারমিন আরা নিপা। তদন্ত সাপেক্ষে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেননি টাঙ্গাইলের জেলা প্রশাসক।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More