এবারের ঈদে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসি হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতদের নাম ইমামুল কবির ও মনিরুল শেখ।
শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক–পরিচালক ও অভিনেতা–অভিনেত্রী এসেছিলেন আমাদের কাছে। সিনেমাটির পাইরেসি নিয়ে অভিযোগ করেছিলেন তারা। সিনেমাটি বর্তমানে দেশ–বিদেশে ভালো সাড়া ফেলছে। আর সেই সময় একটি চক্র সিনেমাটি পাইরেসি করে নানা মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে দর্শকরা সিনেমাটি দেখতে হলবিমুখ হন। যা আইনের দৃষ্টিতে অপরাধ।
সিনেমাটি পাইরেসি হওয়ার মাধ্যমে প্রযোজককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হয়েছে। এই পাইরেসির সঙ্গে জড়িতদের মধ্যে ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছি আমরা। তারা নিজেদের অপরাধ স্বীকারও করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ডিবিপ্রধান।
গত ২৭ জুলাই সিনেমাটি পাইরেসি হওয়ার ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার মাকিবল, নির্মাতা রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা।
‘সুড়ঙ্গ’ পাইরেসি ঘটনায় অভিযোগে প্রাথমিকভাবে শনাক্ত ছয়জনের নাম উল্লেখ করা হয়েছিল। অভিযোগ দেয়ার দ্বিতীয় দিন দু’জনকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
শায়লা/ দীপ্ত নিউজ