বিএনপির এক দফা দাবির আন্দোলনকে ভুয়া আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা নয়াপল্টনে কাদা-পানিতে আটকে গেছে। ”খেলা হবে, খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে।”
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেন।
কাদের বলেন, ”বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। এসব দফা দিয়ে কোনো দিন ক্ষমতার স্বপ্ন পূরণ হবে না।”
বিএনপির তোলা শেখ হাসিনার পদত্যাগের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ”গণভবন কারো বাবার না। যতোদিন জনগণ চাইবে ততোদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন।”
কাদের বলেন, ”ফখরুল সাহেব-তারেক জিয়া যতো লাফালাফি, যতো তাফালিং করেন, এই লাফালাফিতে কাজ হবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন বহুদূর চলে গেছে। রাজনীতির খেলায় আন্দোলনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি। রাজনীতির খেলায় আওয়ামী লীগ হচ্ছে চ্যাম্পিয়ন। আর নির্বাচনে তো আপনারা আসবেন না।”
ওবায়দুল কাদের বলেন, ”আমরা সংঘাত করবো না। তবে শপথ নিয়েছি, আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেবেন। ভাঙচুর করতে এলে হাত ভেঙে দেবেন।”
এর আগে বৃষ্টি উপেক্ষা করে শান্তি সমাবেশে জড়ো হন আওয়ামী লীগের তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। হাজার হাজার মানুষের ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। গুলিস্তান জিরো পয়েন্টকে কেন্দ্র করে চারপাশে এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন।
আফ/দীপ্ত নিউজ