নাটোরের লালপুরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৬ জুলাই) রাতে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফসিয়ার রহমান যশোরের বাঘাপাড়া থানার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
বুধবার বিকালে একপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব–৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
পুলিশ সুপার ফরহাদ জানান, ফসিয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। তিনিসহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হলে চলতি বছর ২৫ জুন তারিখ আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারপতি মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল রাজাকার ফসিয়ারসহ ৪জনের বিরুদ্ধে মৃতুদন্ডের আদেশ প্রদান করেন।
তিনি আরও জানান, ফসিয়ার রহমান তার মৃত্যুদন্ডের আদেশের পর থেকে ছদ্দবেশে দেশের বিভিন্ন স্থানে আত্ম গোপনে থাকে। পরে র্যাব–৫ ও র্যাব–৬ একত্রে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া থেকে ফসিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।
এসএ/দীপ্ত নিউজ