লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মামুনুর রশিদকে গুলি করে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনকে যাবতজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (২৭ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, মধু, মামুন, গলাকাটা বাবু, শামীম ও কাউছার। এছাড়া লিটন, জাহাঙ্গীর, বোরহান, মিজানসহ ১৪ জনের যাবতজ্জীবন আদেশ দেয় আদালত। এসময় দুই আসামি ছাড়া বাকীরা পলাতক রয়েছে।
নিহত মামুনর রশিদ উত্তর জয়পুর ইউনিয়নের সহ–সভাপতি ও উত্তর জয়পুর পূর্ব আমানীপুর খাঁন বাড়ির আবু তৈয়ুব খান এর ছেলে।
মামলার এজাহার সূত্র জানা যায়, ২০১৫ সালের মে মাসের ১৮ তারিখ হুন্ডাযোগে বাড়ি ফেরার সময় রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির সামনে দুর্বৃত্তরা মামুনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত মামুনের বড় ভাই ফকরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
শায়লা/ দীপ্ত নিউজ