গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজিসহ এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী নারী।
সোমবার (২৪ জুলাই) রাতে জিএমপি কোনাবাড়ী থানায়, সাংবাদিক পরিচয় দানকারী জুয়েল (৫০) ও তার সহযোগী সোহেলসহ আরোও ৫ জনকে অভিযুক্ত করা হয়।
জুয়েল খুলনা জেলার কয়রা থানার বাগালী গ্রামের মৃত ছকিম উদ্দিন এর ছেলে এবং তার সহযোগী সোহেল এর ঠিকানা অজ্ঞাত রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, সোহেল পূর্ব পরিচিত হওয়ায় মাঝে মধ্যে ভুক্তভোগীর বাসায় যাওয়া আসা করতো। রোববার (২৩ জুলাই) রাত ১০ টায় সোহেল ও জুয়েল এক নারীসহ অজ্ঞাত আরো চারজনকে নিয়ে বাসায় প্রবেশ করে।
জুয়েল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় নারীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে, এবং তাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে মামলা দিয়ে জেলে পাঠানোর ভয় দেখায়। পরে ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও অর্ধলক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে ঘরে আটককে রেখে পালিয়ে যায়। পরে তার আত্ম চিৎকার শুনে পরিবারের লোকজন এসে বের করে কোনাবাড়ী থানায় গিয়ে মামলা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
জাহাঙ্গীর/এসএ/দীপ্ত নিউজ