‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ‘ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় বরগুনা শিল্পকলা একাডেমী সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার আব্দুস সালাম ও বিশ্বজিৎ কুমার দেব, জেলা মৎস্য কর্মকর্তারা।
বরগুনা জেলায় চাহিদার চেয়ে মৎস্য উৎপাদন উদ্বৃত্ত রয়েছে। এ জেলায় মাছের মোট উৎপাদন ১ লাখ ১২ হাজার ৩শ ৩৭ মেট্রিক টন। ইলিশের মোট উৎপাদন ৭৬ হাজার ৩ শ ৯৯ মেট্রিক টন। মাছের মোট চাহিদা ২৬ হাজার ৯ শ ৩৭ মেট্রিক টন। উদ্বৃত্ত ৮৫ হাজার ৪শ ৫৯ মেট্রিক টন।
শায়লা/ দীপ্ত নিউজ