সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হয়নি। তবে ঘরের মাঠে এক অন্যরকম ইতিহাস গড়ল নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার (২২ জুলাই) মিরপুরের শের–ই–বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ফারজানার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান তুলতে পারে।
বৃষ্টির কারণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ফলাফল টাই হলেও খেলা সুপার ওভারে গড়ায়নি। তাই ১–১ ব্যবধানে দুই দল এখন ট্রফি ভাগাভাগি করবে।
আল/ দীপ্ত সংবাদ