ভারত-পাকিস্তান ম্যাচ মানেই নাটকীয়তা আর রুদ্ধশ্বাস থাকবে এটাই স্বাভাবিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দ্বৈরথে সেই চিরচেনা রূপই দেখা গেল। তবে নখ কামড়ানো উত্তেজনা শেষে হেরেছে পাকিস্তান। আর বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে জিতলো ভারত।
ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষে মেলবোর্নে যেন আজ এশিয়ান জনসমুদ্র নেমে এসেছে। প্রায় লাখ খানেক দর্শক ধারণক্ষমতার এই মাঠে ভারত-পাকিস্তানের মহারণ দেখতে উপস্থিত হয়েছেন ৯০ হাজারেরও বেশি দর্শক।
মেলবোর্নে আগে ব্যাটিং করে ১৫৯ রান তোলে পাকিস্তান। জবাবে শেষ ওভারের বল বাই বল নাটকীয়তার পর জয় পেয়েছে ভারত। এর আগে প্রতিটা বলেই ম্যাচ পেন্ডুলামের মতো একবার ভারতের দিকে আরেকবার পাকিস্তানের দিকে দুলছিল। ৪ উইকেটের জয়ে এগিয়ে রইলো কোহলিরা।
পাকিস্তানের বিপক্ষেও এদিন ভারত এক পর্যায়ে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসলে ভারতের হারটা যেন নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে সময়ের সঙ্গে নিজের খোলস ছেড়ে বের হয়ে আসেন কোহলি। শেষ ৩ ওভারে যখন ভারতের ৪৮ রান লাগে তখন একের পর এক দুর্দান্ত শটে পাকিস্তানি বোলারদের দর্প চূর্ণ-বিচূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছয়ে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।