আফগানিস্তানকে ২১ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন মাহমুদুল হাসান জয়।
জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রানে থামে আফগানিস্তান। ফলে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
কলম্বোর পি সারা ওভালে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ‘এ‘ দলকে এরপর পথ দেখিয়েছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেন ১১৭ রান।
ছয় নম্বরে নেমে জিয়া আকবরকে ক্রিজ ছেড়ে উড়িয়ে ছক্কা মেরে ইনিংস শুরু করেন সৌম্য। দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি । মোহাম্মদ ইব্রাহিমের শর্ট বল পুল করতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা দেন সৌম্য।
পঞ্চম উইকেটে জয়ের সঙ্গে তার জুটি শেষ হয় ৪৮ রানে। এরপর দ্রুত আকবর আলী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন জয়।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তান ৮ উইকেটে ২৮৭ রান তুলতে পারে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি–ফাইনাল নিশ্চিত করল সাইফ হাসানের দল।
আল/ দীপ্ত সংবাদ